মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জ ও কলারোয়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২০, ২০২৪ ৭:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জের সীমান্ত নদী ইছামতি ও কলারোয়া উপজেলা ভূমি অফিসের মাঠ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ইছামতি নদীর খারহাট সীমান্ত এলাকা ও বিকালে কলারোয়া উপজেলা ভূমি অফিসের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কালিগঞ্জ: মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কালিগঞ্জের সীমান্ত নদী ইছামতির খারহাট স্লুইচ গেটের বিপরীতে নদীর তীরে ফাঁস জালে জড়ানো এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পার্শ্ববর্তী শুইলপুর বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানাকে অবহিত করে।

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক ফাহাদ হোসেন জানান, ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

কলারোয়া: মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কলারোয়া উপজেলা ভূমি অফিসের মাঠে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় এক নারী জানান, মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবার বিচ্ছেদ হওয়ায় সে নানা বাড়ি বদ্দিপুর গ্রামে থাকতো। পরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। বাজারের বিভিন্ন সড়কের পাশে ও মসজিদের সামনে মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করতো। তারা সমন্ত শরীরে ঘা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই যুবক অসুস্থ ছিল, সম্ভবত নেশা করতো। তার পেটের নিচে টিউটমার ছিল, সেটা ফেটে গেছে। স্বাভাবিকভাবেই অসুস্থতাজনিত কারণে সে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!