মঙ্গলবার , ৫ মার্চ ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

দেবহাটা উপজেলা নির্বাচন: সরে দাঁড়ালেন মনিরুজ্জামান মনি

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টায় দেবহাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় স্বার্থ ও নেতাকর্মীদের একক প্রার্থীতার দাবিকে প্রাধান্য দিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, সাবেক সভাপতি অ্যাড. স.ম গোলাম মোস্তফা এবং বর্তমান সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে নিয়ে বর্ধিত সভায় বসে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে মনিরুজ্জামান মনি প্রার্থীতা প্রত্যাহার করলেও, অপর দুই প্রার্থী অনড় অবস্থানে থাকায় শেষমেষ একক প্রার্থীর কোনো সিদ্ধান্তই হয়নি বর্ধিত সভাটিতে।

বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, সহ-সভাপতি মোসলেহ উদ্দীন সরদার মুকুল, প্রফেসর আব্দুল কাদের মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, শেখ মোনায়েম হোসেন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শরীফ বিশ^াস, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অজয় কুমার ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নওয়াব আলী, দপ্তর সম্পাদক প্রভাষক শেখ শরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুজ্জামান মোল্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান, সাধারণ সম্পাদিকা শিরিনা পারভীন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান সবুজ, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা শ্রমিকলীগের সভাপতি জিএম স্পর্শ, কৃষক লীগের সদস্য সচিব হুমায়ুন কবির হীম, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মাহি, মিঠু খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!