বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আম বাগানে শুয়োপোকার আক্রমণ, প্রতিকার দাবিতে চাষীদের মানববন্ধন

প্রতিবেদক
the editors
এপ্রিল ৪, ২০২৪ ১২:১৫ অপরাহ্ণ

রিজাউল করিম: মওসুম শুরুর আগেই শুয়োপোকার আক্রমণে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরার বেশীরভাগ আমবাগান। চাষীরা অভিযোগ করছেন, কৃষি বিভাগের কর্মকর্তাদের গাফিলতি ও উদাসীনতায় ঠেকানো যাচ্ছে না শুয়োপোকার আক্রমণ।
বিষয়টির প্রতিকার দাবি করে মানববন্ধন করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার আম চাষীরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আম চাষী মোঃ ইদ্রিস আলী।

মানববন্ধনে বক্তারা বলেন, শুয়োপোকার আক্রমণ ঠেকাতে কৃষি বিভাগের দ্বারস্থ হলেও তারা কোনোরকম সহযোগিতা না করে বিষয়টি এড়িয়ে গেছেন। সম্প্রতি আহাদ আলী নামের এক আম চাষীর ৫০ বিঘা জমির আমবাগান ক্ষতিগ্রস্ত হবার পর তিনি টেনশনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তারা এই শুয়োপোকা দমনে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, আম চাষী আব্দুর রাজ্জাক মোল্লা, এনতাজ আলী, মনিরুল ইসলাম, রমজান সরদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!