ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাটকেখালী এলাকায় আরসিসি ঢালাইয়ের রাস্তা নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
সাতক্ষীরা পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে পৌরসভার নিজস্ব অর্থায়নে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩১০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মহাব্বত হোসেন, তুষার রায় চৌধুরী, নির্মাণ কাজের ঠিকাদার আব্দুস সালাম গাজী প্রমুখ।
এদিকে, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) আওতায় সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কমিউনিটিতে ২২০ ফুট পারমিয়েবল পেভিং ফুটপাত, পৌরসভার ৭নং ওয়ার্ডে ইটাগাছা পূর্বপাড়া কমিউনিটিতে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, পৌরসভার ৯নং ওয়ার্ডের মধুমাল্লারডাংগী কমিউনিটিতে ২১০ ফুট ড্রেনসহ ফুটপাত উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র রাবেয়া পারভীন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর অনিমা রানী মন্ডল, ব্র্যাক রিজিওনাল ম্যানেজার হারাধন দেব, জুনিয়র ইঞ্জিনিয়ার বিএম ইব্রাহিম, মোসাদ্দেকুর রহমান প্রমুখ।