বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জলদস্যুদের হাত থেকে বাঁচলেও বনবিভাগের হাত থেকে বাঁচতে পারছে না বনজীবীরা

প্রতিবেদক
the editors
এপ্রিল ১৮, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবী ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের অংশহগ্রহণে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার মুন্সীগঞ্জে সুশীলনের হলরুমে শ্যামনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে।

সভায় সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবল হোসাইন চৌধুরী প্রমুখ।

সভায় সুন্দরবন সংশ্লিষ্ট পেশাজীবীদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন,
সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, স্থানীয় বাসিন্দা আবুল জলিল প্রমুখ।

সভায় জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সুন্দরবনের জলদস্যুদের হাত থেকে বাঁচলেও বনজীবীরা এখন বনবিভাগের হাত থেকে বাঁচতে পারছে না।

সভায় বনজীবীরা এর প্রতিকার দাবি করেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!