রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় এমপি রশীদুজ্জামানকে সংবর্ধনা

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৮, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা কামিল (এম এ) পর্যায়ে উন্নীত হওয়ায় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে এই সংবর্ধনা প্রদান করে করে।

মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

মাদ্রাসার শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার বিষয়ক সম্পাদক মোঃ খায়রুল আলম, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, কুশাডাঙ্গা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিবুল্যাহ আল মামুন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সুলতান গিয়াস উদ্দিন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আয়ুব আলী, কালনা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শাহাবাজ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আঃ গনি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!