সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জিম্বাবুয়ে সিরিজের দল নির্বাচনে যে ব্যাখ্যা দিলেন হান্নান সরকার

প্রতিবেদক
Shimul Sheikh
এপ্রিল ২৯, ২০২৪ ১০:৪৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল রোববার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ জনের স্কোয়াডে আছেন ৩ ওপেনার লিটন দাস, তানজিদ তামিম ও পারভেজ ইমন। মিডল অর্ডার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব ও জাকের আলী অনিক।

সব মিলিয়ে ৮ ব্যাটার, ৪ পেসারের (তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দীন) সঙ্গে স্কোয়াডে আছেন আরও ৩ স্পিনার শেখ মেহেদি, তানভির ইসলাম ও রিশাদ হোসেন।

এই ১৫ জনের মধ্যে অনেকেই অটো চয়েজ। তারপরও তানজিদ তামিম, পারভেজ ইমন, আফিফ হোসেন ধ্রব এবং সাইফউদ্দীনকে কেন বিবেচনায় আনা হলো, তা জানতে কৌতুহল আছে অনেকেরই।

নির্বাচক কমিটির পক্ষে সেই কারণ ব্যাখ্যা করেছেন হান্নান সরকার। এই নির্বাচকের ব্যাখ্যা করে বলেন, ‘আপনারা যদি স্কোয়াডটা দেখেন, তাহলে দেখবেন ৩ ওপেনার ও ৫ মিডল-অর্ডার ব্যাটার আছেন। সব মিলিয়ে ৮ ব্যাটার ও ৩ স্পিনার আছেন দলে। স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। ডানহাতি অফস্পিনার, বাঁহাতি স্পিনার; এর সঙ্গে ৪ পেসার রয়েছেন।’

হান্নান সরকার বোঝানোর চেষ্টা করেছেন যে, তারা সাইফউদ্দীনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনায় আনছেন।

তিনি বলেন, ‘সাইফউদ্দীনকে আমরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি। জিম্বাবুয়ে সিরিজে তাকে সেভাবেই খেলানোর পরিকল্পনা রয়েছে। আফিফ হোসেনকে আমরা যুক্ত করেছি। যেহেতু সাকিব (সাকিব আল হাসান) প্রথম তিন ম্যাচে দলে নেই। সেখানে আমরা আফিফকে নিয়েছি। মিডল অর্ডারে বাকি ব্যাটারদের নিয়ে আলাদা করে বলার কিছু নেই। পেসারদের মধ্যে তানজিম সাকিবও রয়েছে। এছাড়া তাসকিন ও শরিফুল আছে।’

তিন ওপেনারের মধ্যে তানজিদ তামিমের এখনো অভিষেক হয়নি। এই বাঁহাতির অন্তর্ভূক্তির কারণ ব্যাখ্যা করে হান্নান বলেন, ‘তানজিদ তামিম খুবই প্রমিজিং এবং টি-টোয়েন্টি ক্রিকেটে যে ধরনের খেলা খেলতে হয় তার মধ্যে সে সামর্থ্যে আছে। সেখান থেকে তাকে আমরা যুক্ত করেছি।’

পারভেজ ইমনকে দলে নেওয়ার কারণ হিসেবে হান্নান বলেন, ‘একটা মাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ইমন। এর বাইরে তার খুব বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই। ইমনকেও আমরা দলে যুক্ত করেছি।’

সৌম্য ১৭ জনের প্রাথমিক দলে ছিলেন। কিন্তু ১৫ জনের দলে জায়গা পাননি। কারণ কী? এই প্রশ্নের ব্যাখ্যা করে হান্নান সরকার বলেন, ‘চোটের কারণে প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়নি সৌম্যকে। মেডিকেল টিম থেকে পরবর্তী নির্দেশনা পেলে আমরা বুঝতে পারবো, সে কী অবস্থায় রয়েছে।’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!