বুধবার , ৮ মে ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
মে ৮, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মে) ‘বাঁচিয়ে রাখি মানবতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি বিপদাপন্ন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই উদ্যােগ সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানবতার জন্য জীবন উৎসর্গ করার প্রত্যয় গ্রহণ করতে হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ হারুন উর রশিদ, মো. রাশেদুজ্জামান রাশি, জোৎস্না আরা, নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মো. আকতার হোসেন, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউওলো হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা হয় ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!