পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জমি নিয়ে বিরোধে মিনারুল নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহতের বড় ভাবী ঠেকাতে গেলে তাকেও লাঠি পেটা করে আহত করা হয়।
সোমবার দুপুর ১টায় উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছা গ্রামের মোক্তার সরদার (৩৫) এর সাথে একই এলাকার সাইফুল সরদারের (৩৮) জমির আইল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এরই জেরে সোমবার দুপুর ১টার দিকে সাইফুল সরদারের নেতৃত্বে ওই জমির সীমানায় ঘেরা-বেড়া দিতে যায় তার লোকজন। এ সময় মিনারুল সরদার বাঁধা দিতে গেলে সাইফুল সরদার (৩৮), আজিত গাজী (৩২) ও কালাম গাজী (৩৫) মিনারুল সরদারের মাথায় দা দিয়ে কোপ মারে। মিনারুল মাটিতে লুটিয়ে পড়লে তার বড় ভাবি রোজিনা বেগম ঠেকাতে যান। এসময় তাকেও লাঠি পেটা করে আহত করা হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে।
খবর পেয়ে পাইকগাছা থানার উপ-পরিদর্শক শ্যামা প্রসাদ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে প্রতিপক্ষ সাইফুল সরদার জানান, আমরা তাকে মারিনি। কি ভাবে তার মাথা ও হাত কেটেছে আমি জানি না।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, বিষয়টি শোনার সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।