ফারুক হোসাইন রাজ, কলারোয়া: কলারোয়ায় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে পড়া ও বঞ্চিত প্রান্তিক মানুষের উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) বেলা ১১টায় গণতন্ত্র ও উন্নয়ন প্রক্রিয়ায় জনঅংশগ্রহণ ও মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নাগরিক উদ্যোগ খুলনার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আহমেদ তাহমের সিদ্দিকী, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো: ইসরাফুল হোসেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, এএনসি সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী শাহিন।
আরও বক্তব্য রাখেন সুকুমার দাস, রুমা রানী, রায়সুল ইসলাম, স্বরসতী দাস।
সভায় ধারণাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী মানিক রঞ্জন দাস।
সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, হিজড়া ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভা পরিচালনা করেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সহকারী সমন্বয়কারী পলাশ দাস।