আলী আজীম, মোংলা (বাগেরহাট): পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোংলার বিভিন্ন মসজিদের প্রয়াত ইমামদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে মোংলা পোর্ট পৌরসভা ও মোংলা উপজেলা ইমাম পরিষদের যৌথ উদ্যোগে মোংলা পৌর শহরের কবরস্থান জামে মসজিদে মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ হস্তান্তর করেন।
মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ রেজাউল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজ্বী কাউসার ফাউন্ডেশনের পরিচালক মোঃ খলিলুর রহমান, কাউন্সিলর জি এম আল আমিন প্রমুখ।
এসময় উপজেলার প্রয়াত ১৬ জন ইমামের পরিবারের মাঝে উপহার সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হয়।