the editors logo
রবিবার , ২৬ মে ২০২৪ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

প্রতিবেদক
Shimul Sheikh
মে ২৬, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: দুই মাসের বেশি সময়ের টি-টোয়েন্টি ক্রিকেট লড়াই শেষ হচ্ছে আজকের আইপিএল ফাইনাল দিয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ফাইনাল। লড়বে আসরের সেরা দুই দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই হয়ে গেছে টস আর তাতে জয় হায়দরাবাদ দলপতি প্যাট কামিন্সের।

রোববার (২৬ মে) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে হওয়া ফাইনালে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। কামিন্সের লক্ষ্য হায়দরাবাদের দুই বিধ্বংসী ওপেনারের ব্যাটিং কাজে লাগানোর।

টসের পর অবশ্য দুই অধিনায়কের দুই রকম ভাষ্য ছিল। রাতে শিশিরের প্রভাব কম থাকবে উল্লেখ করে প্যাট কামিন্স জানিয়েছেন, এমন পিচে রান দেখতে চান তিনি। তার টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই ছিল তার। অন্যদিকে কলকাতা অধিনায়কের বক্তব্য, এলিমিনেটরের তুলনায় ভিন্ন পিচ এটি। টস জিতলে তিনি বোলিং করার পক্ষেই ছিলেন।

দুই দলের মধ্যে কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো প্রকার পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহবাজ খানের পরিবর্তে মূল একাদশে আছেন আব্দুস সামাদ।
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে হায়দরাবাদ

কলকাতার একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হারশিত রানা, বরুণ চক্রবর্তী ।

হায়দরাবাদের একাদশ:

ট্রাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, নটরাজন

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!