কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮জুন) সকাল ১০টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করে।
সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তৈল বীজ গবেষণা কেন্দ্র গাজীপুরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন তৈল বীজ গবেষণা কেন্দ্র গাজীপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তাজরিন সুরাইয়া মুনমুন ও কয়রা উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্যাহ আল মামুন।
বক্তব্য রাখেন সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সরেজমিন কৃষি বিভাগের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান প্রমুখ।
প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত ২১টি জাতের উৎপাদন কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়।