শনিবার , ৮ জুন ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রা উপজেলা নির্বাচন রোববার, কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম

প্রতিবেদক
the editors
জুন ৮, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচন রোববার (৯ জুন)। ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য উপজেলার ৭টি ইউনিয়নের ৬৭ ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীরা।

নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মহাসিন রেজা এবং অ্যাড. অনাদী সানা।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন।

উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৭টি কেন্দ্রে ১ লাখ ৭৮ হাজার ৫৩৬ জন ভোটার ভোট দেবেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম তারিক-উজ-জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ, বিজিবি, নৌ পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!