সোমবার , ১৭ জুন ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মনের পশুত্বকে পরাভূত করার প্রত্যয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন

প্রতিবেদক
the editors
জুন ১৭, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-আযহা।

সোমবার (১৭ জুন) ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদ-উল-আযহা উদযাপন করেন সাতক্ষীরার ধর্মপ্রাণ মানুষ।

ধনী-গরিব একসাথে আনন্দ উল্লাসে মিলিত হয়ে মনের পশুত্বকে পরাভূত করার প্রত্যয়ে ঈদ উৎসব পালন করেন তারা।

সকালে সকলে ঈদের নামায আদায়ের জন্য মিলিত হন ঈদগাহে। ঈদের নামায শেষে সকলেই মেতে ওঠেন কোলাকুলিতে।

পরে ধর্মপ্রাণ মুসল্লিরা সাধ্যমত পশু কোরবানি করেন। দিনভর এনিয়েই ব্যস্ত ছিলেন মানুষ। এক পর্যায়ে বিকালে সাতক্ষীরার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়। সাতক্ষীরার বাকাল ডিসি ইকো পার্ক, মোজাফফর গার্ডেন, সাতক্ষীরা বাইপাস সড়কসহ রাস্তার পাশে বিনোদন প্রেমীদের ভীড় ছিল লক্ষ্যণীয়।

এদিকে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

হাফেজ খতিব জালাল উদ্দিনের ইমামতিতে সেখানে ঈদুল আযহার নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক বকুল, মাওলানা আফসার উদ্দিনসহ হাজারাে মুসল্লি।

নামায শেষে মহান আল্লাহর নৈকট্য লাভ ও মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!