সোমবার , ১ জুলাই ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শা সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক আহত

প্রতিবেদক
the editors
জুলাই ১, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে শামিম হোসেন (২৪) নামে এক যুবক আহত হয়েছে। সোমবার দুপুরে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর সীমান্তে এঘটনা ঘটে। আহত শামিম হোসেন হরিশচন্দ্রপুর গ্রামের মৃত মহি উদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার দুপুরে শামিম হোসেনসহ ৪-৫ জন বাংলাদেশের হরিশচন্দ্রপুর সীমান্তের ৪/৫নং পিলারের মধ্যবর্তী স্থান দিয়ে সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারতে প্রবেশ করে। এসময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে উদ্দেশ্য করে গুলি করলে শামিম গায়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে শামিম নিজ বাড়িতে এসে অজ্ঞাত স্থানে অবস্থান করে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

হরিশচন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য জুবাইদুর রহমান সান্টু বিষয়টি নিশ্চিত করে জানান, শামিম হোসেন বিএসএফ’র রাবার বুলেটে আহত করেছে। সে কোথায় চিকিৎসা হচ্ছে জানা যায়নি।

এ ব্যাপারে বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার মোবাইল জানান, বিএসএফের রাবার বুলেটে গোগা সীমান্তে শামিম হোসেন নামে এক যুবক আহত হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে তার বাড়ি বিজিবির একটি টিম পাঠানো হয়েছিল। বাড়িতে কেউ না থাকায় কিছু জানা যায়নি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!