বুধবার , ২৬ এপ্রিল ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কক্সবাজারে তিন পুলিশকে কুপিয়েছে দুর্বৃত্তরা, অস্ত্র লুট

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৬, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের ওপর সংগঠিত অস্ত্রধারী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে; এতে অস্ত্র ও লাঠিসোটার আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহছনিয়াকাটা এলাকায় এ ঘটনার সময় দুর্বৃত্তরা এক পুলিশ সদস্যের অস্ত্রও ছিনিয়ে নেয়। ঘটনায় জড়িত সন্দেহে ১৪ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন- চকরিয়া থানার এসআই শামীম আল হাসান, কনস্টেবল তারিকুল ইসলাম এবং মোহাম্মদ মামুন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

আহতদের বরাতে জেলা পুলিশ সুপার বলেন, মধ্যরাতে মোহছনিয়াকাটা এলাকায় পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় সড়কের পাশে ধারালো দা ও আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পেয়ে পুলিশ সদস্যরা আটকের চেষ্টা চালায়। তখন লোকটি ধাওয়া খেয়ে গ্রামের ভিতর চলে যায়।

“পুলিশ সদস্যরা ওই অস্ত্রধারীকে আটকের জন্য গ্রামের ভিতরে অভিযানে নামেন। এ সময় ৪০ থেকে ৫০ জন লোক সংঘবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। লুট করা হয় এক পুলিশ সদস্যের অস্ত্র।

পুলিশ সুপার আরও বলেন, পরে অতিরিক্ত পুলিশ গিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!