ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তবে সিলেট, ময়মনসিংহ ও রংপুর—এই তিন বিভাগে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, বেশ কিছুদিন ধরে দেশে টানা বৃষ্টি হচ্ছে। তবে এখন বৃষ্টির প্রবণতা কিছুটা কমার দিকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে।
বজ্রপাতও হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।