বিলাল হোসেন: শ্যামনগর পৌরসভার চিংড়াখালি গ্রামের ১৩৮নং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মাদার নদীর বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে ৷
স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলায় ওয়াপদার রাস্তাটি ভয়াবহ ভাঙনের কবলে পড়ে দেবে গেছে।
জানা গেছে, গত ৭ মাস আগে রাস্তাটির সংস্কারের কাজ পান চুয়াডাঙ্গার ঠিকাদারী প্রতিষ্ঠান জীবননগর জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদাস। গড়িমসির মধ্যদিয়ে রাস্তার কাজ চলছিল ৷ এরই মধ্যে বর্ষা মৌসুম শুরু হওয়ায় রাস্তায় পানি বসে হঠাৎ প্রায় ১শ ফুটের মত নদীর চর ধসে যায় ৷ এতে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে ৷
স্থানীয় আব্দুর রউফ জানান, উপজেলার অনেকগুলো কাজের টেন্ডার গ্রহণ করে জাকাউল্লাহ সময়মত কাজ করে উঠতে পারছে না ৷ ৩ মাসের কাজ ৬ মাস লাগিয়ে এখন বৃষ্টি চলে এসেছে ৷ এবার তড়িঘড়ি করে কাজে ফাঁকি দিতে বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করে এলাকার মানুষকে ভোগান্তিতে ফেলেছে ৷
ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার ঝুন্টু জানান, বৃষ্টির কারণে রাস্তার কাজ করতে পারছি না, তবে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছি ৷