রবিবার , ৭ জুলাই ২০২৪ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে ঠিকাদারের অবহেলায় ওয়াপদার রাস্তায় ধস

প্রতিবেদক
the editors
জুলাই ৭, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

বিলাল হোসেন: শ্যামনগর পৌরসভার চিংড়াখালি গ্রামের ১৩৮নং পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মাদার নদীর বেড়িবাঁধে ভাঙন সৃষ্টি হয়েছে ৷

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের অবহেলায় ওয়াপদার রাস্তাটি ভয়াবহ ভাঙনের কবলে পড়ে দেবে গেছে।

জানা গেছে, গত ৭ মাস আগে রাস্তাটির সংস্কারের কাজ পান চুয়াডাঙ্গার ঠিকাদারী প্রতিষ্ঠান জীবননগর জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদাস। গড়িমসির মধ্যদিয়ে রাস্তার কাজ চলছিল ৷ এরই মধ্যে বর্ষা মৌসুম শুরু হওয়ায় রাস্তায় পানি বসে হঠাৎ প্রায় ১শ ফুটের মত নদীর চর ধসে যায় ৷ এতে মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে ৷

স্থানীয় আব্দুর রউফ জানান, উপজেলার অনেকগুলো কাজের টেন্ডার গ্রহণ করে জাকাউল্লাহ সময়মত কাজ করে উঠতে পারছে না ৷ ৩ মাসের কাজ ৬ মাস লাগিয়ে এখন বৃষ্টি চলে এসেছে ৷ এবার তড়িঘড়ি করে কাজে ফাঁকি দিতে বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করে এলাকার মানুষকে ভোগান্তিতে ফেলেছে ৷

ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার ঝুন্টু জানান, বৃষ্টির কারণে রাস্তার কাজ করতে পারছি না, তবে দ্রুত রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছি ৷

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!