বুধবার , ১০ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

২২৩ স্থানীয় নির্বাচনের প্রতীক বরাদ্দ বৃহস্পতিবার

প্রতিবেদক
Shimul Sheikh
জুলাই ১০, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ বৃহস্পতিবার (১১ জুলাই)। রিটার্নিং কর্মকর্তারা অফিস চলাকালীন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবেন।

বুধবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, আগামী ২৭ জুলাই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এদিন বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযাযী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বুধবার (৪ জুলাই), মনোনয়নপত্র বাছাই হয়েছে ৫ জুলাই। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ছিল ৬ থেকে ৮ জুলাই। আর আপিল নিষ্পত্তি হয়েছে ৯ জুলাই। প্রার্থিতা প্রত্যাহারের (শেষ সময় ১০ জুলাই) কার্যক্রম চলছে। তাই প্রার্থী সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। প্রতীক বরাদ্দ ১১ জুলাই। আর ভোটগ্রহণ ২৭ জুলাই।

এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!