আন্তর্জাতিক ডেস্ক | জাপানে অবতরণ করার সময় একটি প্লেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে জাপান এয়ারলাইন্সের প্লেনটি অবতরণের সময় আগুন ধরে যায়।
জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে এর বরাতে বিবিসি বলেছে, হানেদা বিমানবন্দরে অবতরণের পর রানওয়েতে থাকা জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি প্লেনের সঙ্গে যাত্রীবাহী ওই প্লেনের সংঘর্ষ হয়।
জাপান এয়ারলাইন্স জানিয়েছে, প্লেনটিতে থাকা ৩৭৯ জন যাত্রী এবং ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।
জাপান এয়ারলাইন্সের ৫১৯ ফ্লাইটটি নিউ চিটোস বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।