বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বার্ষিক পুনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) লিডার্স এর প্রধান কার্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন সাধারণ পরিষদের সদস্য মানবেন্দ্র দেবনাথ, রনজিত বর্মন, সুজাতা রানী মিস্ত্রী, ববিতা রানী মন্ডল, লিপিকা রানী রায়, লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলসহ সকল কর্মকর্তা ও কর্মচারী।
অনুষ্ঠানের ১ম ধাপে ছিল লিডার্স এর বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা, কুইজ প্রতিযোগিতা, আগার্মী অর্থবছরের কর্ম-পরিকল্পনা প্রণয়ন, ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্র এবং ২য় ধাপে ২০২২ সালের সেরা কর্মীকে সম্মাননা প্রদান,
সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্য ভোজ।
সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়াম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ এবং মহিলা ভাইস চেয়াম্যান খালেদা আয়ুব ডলি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মৃধা, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হরিদাস মন্ডল এবং নীপা রানী চক্রবর্তী।
অনুষ্ঠানে লিডার্স এর সেরাকর্মী হিসেবে কৌশিক রায়কে সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি