বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলে আটক

প্রতিবেদক
the editors
নভেম্বর ২১, ২০২৪ ৪:৪৫ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ভারতীয় পতাকাবাহী একটি ফিশিং ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

বুধবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবনের হিরনপয়েন্টের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের নিয়মিত টহল জাহাজ ‘বিএনএস কপোতাক্ষ’র নাবিকরা ধাওয়া করে ট্রলারসহ আটক করে। আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত জেলেরা ভারতের দক্ষিণ চব্বিশ পরগোনার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

মোংলা থানা সূত্র জানায়, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এসময় সমুদ্রসীমায় টহলরত কোস্টগার্ডের জাহাজ ১টি ট্রলারসহ ভারতীয় ১৬ জেলেকে আটক করেছে। পরে রাতে আটক ট্রলার ও জেলেদের মোংলার কোস্টগার্ড দপ্তরে আনা হয়।

এরপর ট্রলারে থাকা ৪শ কেজি বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলামে ১লাখ ১১হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!