রবিবার , ২৩ জুন ২০২৪ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় চুরি হওয়া ভেড়া উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
the editors
জুন ২৩, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ভেড়া চুরিকরে বিক্রিকালে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ জুন) সকালে চাঁদখালী বাজার থেকে ভেড়াসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল গাজী (৭০) গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ভেড়ার মালিক সবুরন বিবি বাদী হয়ে দুইজনের নামে থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আহাদ আহম্মেদ জানান, উপজেলার গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের ইলিয়াস গাজীর স্ত্রী সবুরন বিবির ভেড়া মাঠে চরছিল। কিন্তু শনিবার রাতে ভেড়াটি বাড়িতে না আসায় তারা খুজতে থাকে। এক পর্যায়ে তারা সংবাদ পান পার্শ্ববর্তী জামাল গাজী (৭০) ও তার ছেলে জুলফিকার গাজী (৩৫) দুটি ভেড়া চাঁদখালী পশু হাটে বিক্রি করতে নিয়ে গেছে। এরই সূত্র ধরে রোববার সকালে চাঁদখালী বাজার থেকে ভেড়াসহ জামাল গাজীকে আটক করা হয় এবং ছেলে জুলফিকার গাজী পালিয়ে যায়। পরে পুলিশ জামাল গাজীকে ভেড়াসহ আটক করে নিয়ে যায়।

এ ঘটনায় ভেড়ার মালিক সবুরন বিবি জুলফিকার গাজী ও জামাল গাজীকে আসামি থানায় মামলা করেছে।

এদিকে জামাল গাজী বলেন, আমার বাড়ির একটি ভেড়া হারিয়ে যায়। পরে সেটি আমার বাড়িতে ফিরে আসে। আমার ভেড়া চিনতে পেরে আমি বিক্রি করেছি। কিন্তু যারা ভেড়া দাবি করছে তারা তাদের ভেড়ার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে। আর পূর্ব শত্রুতার জেরে ছেলেসহ আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, ভেড়া চুরি করে বিক্রিকালে একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যজন কে গ্রেফতারের চেষ্টা চলছে। রোববার বিকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!