বুধবার , ১০ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরা আদালত চত্বরের স্ট্যাম্প ভেন্ডার থেকে দুই লাখ টাকা চুরি

প্রতিবেদক
the editors
জুলাই ১০, ২০২৪ ১০:৫০ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা আদালত চত্বরের স্ট্যাম্প ভেন্ডার আবু মোর্ত্তজা খোকনের ক্যাশ টেবিল থেকে বুধবার সকাল ৯টার দিকে দুই লক্ষ টাকা চুরি হয়ে গেছে।

স্ট্যাম্প ভ্যান্ডার আবু মোর্তজা খোকন জানান, তিনি সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা আদালত চত্বরে তার অস্থায়ী স্ট্যাম্প বিক্রয় কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। এসময় তিনি তার টেবিলের উপরে স্ট্যাম্প ও অন্যান্য কাগজপত্র সাজিয়ে প্রয়োজনীয় কাজে ২০-৩০ হাত দূরে গিয়েছিলেন। তিনি এসে দেখেন তার টেবিলের ড্রয়ারে থাকা টাকার ব্যাগটি নেই। তাৎক্ষণিক তিনি বিষয়টি আশপাশের অন্যান্যদের জানান। পরে জজ কোর্ট এলাকার বিভিন্ন দোকানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় শার্ট ও লুঙ্গি পরা এক ব্যক্তি তার টাকার ব্যাগ নিয়ে দ্রুত ওই স্থান ত্যাগ করেছে। তিনি এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে, আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাতক্ষীরা জজ কোর্ট এলাকা থেকে প্রতিনিয়ত বিচার প্রার্থী এবং আইনজীবী ও সহকারীদের সাইকেল মোটরসাইকেল চুরি হচ্ছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!