শনিবার , ২৯ এপ্রিল ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মোংলায় মৎস্য ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগ, মামলা নিচ্ছে না পুলিশ

প্রতিবেদক
the editors
এপ্রিল ২৯, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলায় মৎস্য ব্যবসায়ী মাহে আলমকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। অপহৃতের বড় ছেলে জাতিসংঘের শিশু তহবিলের প্লানিং মনিটরিং কর্মকর্তা সোহেল রানা এই অভিযোগ করেছেন।

শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন তিনি।

এসময় তার বাবাকে অপহরণের ভিডিও ফুটেজও দেখান। তার দাবি এই ফুটেজ এবং অপহরণের যাবতীয় তথ্য উপাত্ত মোংলা থানায় দিলেও মামলা নেয়নি পুলিশ। বাবা হত্যার বিচার না পেয়ে তাই সাংবাদিকদের দারস্থ হয়েছেন। অপহৃত মাহে আলম পৌরসভার সাবেক চেয়ারম্যান আততায়ীর গুলিতে নিহত আব্দুল বাতেনের ছোট ভাই।

প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে মাহে আলমের ছোট ছেলে সুমন রানা বলেন, গত ১০ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার বাবা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মোংলা থানায় জিডি করা হয়। এরপর ২০ এপ্রিল মোংলা পোর্ট পৌরসভার সিসি ক্যামেরার সংগৃহীত ফুটেজে দেখা যায় তার বাবা মাহে আলমকে ট্রলার মাঝি মোশাররফ হোসেন বানিশান্তা ট্রলার ঘাটে নিয়ে যাচ্ছেন। ওই ফুটেজের সূত্র ধরে ঘাটের অন্যান্য মাঝিদের জিজ্ঞেস করা হলে তারা বলেন সুন্দরবনের করমজলে নিয়ে যাওয়া হয়েছে মাহে আলমকে।

সুমন রানা আরও বলেন, গত ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল থেকে পুলিশ অর্ধগলিত একটি লাশ উদ্ধার করে। ওই লাশটি তার বাবার। কারণ হিসেবে তিনি বলেন, উদ্ধারকৃত লাশটির পরনে প্যান্ট শার্ট তার বাবার প্যান্ট শার্টের সাথে মিল রয়েছে। আবেগ আপ্লুত হয়ে এসময় তিনি বাবার হত্যাকারীদের বিচার চান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাহে আলম’র বড় ছেলে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ’র প্লানিং অ্যান্ড মনিটরিং অফিসার সোহেল রানা, ছোট ছেলে সুমন রানা, মাহে আলম’র ছোট ভাই জসিম উদ্দিন, ছরোয়ার হোসেন, বিল্লাল হোসেন, আত্মীয় জাহিদ হোসেন, মো: নূর আলম শেখ, খায়রুল হোসেন প্রমুখ।

এদিকে সিসি টিভির ফুটেজ ও অপহরণের সব রকমের তথ্য উপাত্ত নিয়ে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি পরিবারের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত ওসি বিকাশ চন্দ্র ঘোষ বলেন, অপহরণের যে প্রমাণ তারা নিয়ে এসেছেন তা গ্রহণযোগ্য না এবং যে লাশটির কথা বলা হচ্ছে তার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে না পেলে কিভাবে মামলা নিব?

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উপকূল রক্ষা বাঁধ সংস্কারের কাজে লেগেই আছে আইয়ুব আলী ‘ভূত’

ঈদের ছুটিতে রাজশাহীর ফাঁকা সড়কে ঝরল ৩ প্রাণ

ডি.বি ইউনাইটেড হাইস্কুলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা

দেবহাটায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত

পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

মোংলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে, সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার

কলারোয়া সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

কয়রায় হতদরিদ্র ও অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

error: Content is protected !!