শনিবার , ২৪ আগস্ট ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ

প্রতিবেদক
the editors
আগস্ট ২৪, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

সুলতান শাহাজান: আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্যা দাবি ও সতর্ক না করেই ভারতের ডম্বুর–গজলডোবা বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শ্যামনগর চৌরাস্তায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সামিউল মনিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ আফজালুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগর উপজেলার সমন্বয়ক মোঃ মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, রুহুল আমিন, জাহিদ হাসান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী জান্নাতুল নাঈম, সাইফুল্লাহ, রিফাত বিন আজাহার প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি কোনোরকম নোটিশ ছাড়াই গম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নোয়াখালী, ফেনী, সিলেট, চট্টগ্রামসহ ১২ জেলার বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। ভারতের এমন আগ্রাসন মেনে নেওয়ার মতো নয়। ভারত যদি তাদের নীতি থেকে সরে না আসে ভারতীয় পণ্য বয়কটসহ তাদের সেভেন সিস্টার্সকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!