রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স্পাইন সোসাইটির জীবন সদস্য হলেন ডা. পলাশ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৮, ২০২৪ ১০:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ স্পাইন সোসাইটির জীবন সদস্য হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুল হাসান পলাশ।

রবিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ স্পাইন সোসাইটি সভাপতি অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর মাধ্যমে ডা. মো. মাহমুদুল হাসান পলাশ সংগঠনটির ১৭২ নম্বর জীবন সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজে স্পাইন সার্জারি ইউনিট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন ডা. পলাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরাও যাতে স্পাইন সার্জারির মতো ব্যয়বহুল চিকিৎসা পায়, সেজন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বতন্ত্র স্পাইন ইউনিট প্রতিষ্ঠা করতে চাই।

গত আগস্টে এন্ডোস্কোপিক (না কেটে ফুটো করে) স্পাইন সার্জারির ওপর দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেছেন ডা. পলাশ।

এর আগে সিঙ্গাপুর, দিল্লি, মেলবোর্ন, মুম্বাই, গুজরাট, চেন্নাই এবং আসাম থেকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ নিয়েছেন এই শিক্ষক। তিনি নিয়মিত বিভিন্ন কনফারেন্সে বক্তৃতা ও অংশগ্রহণ করে আসছেন। দেশি-বিদেশি গবেষণা জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!