বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৭:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে বেসরকারি সংস্থা সিসিডিবি’র অর্থায়নে ইউনিয়ন পরিষদ ও সামাজিক বনবিভাগের সহযোগিতায় বনবিবিতলা সিসিআরসির বাস্তবায়নে এক কিলোমিটার গ্রামীণ রাস্তায় ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

এসময় তিনি বলেন, পৃথিবী অধিক উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে। আমাদের ধরিত্রী আমাদেরকে রক্ষা করতে হবে। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ যেমন পরিবেশকে শান্ত রাখে, ঠান্ডা রাখে ঠিক তেমনি মানুষসহ প্রাণীকূলের জন্য অক্সিজেন সরবরাহ করে থাকে।

বনবিবিতলা সিসিআরসি’র সভাপতি ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহাতাব উদ্দিন সরদারের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জি.এম রুস্তম আলী, বনবিবিতলা-পানখালী সমাজিক বনায়ন সুরক্ষা কমিটির সভাপতি ও বারসিক কর্মকর্তা মো. ফজলুল হক, সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্থানীয় কমিউনিটির হাফিজুর গাজী, ইজাজ আহমেদ, রব্বানী গাজী, আব্দুর রশিদ, আব্দুল জলিল প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!