বৃহস্পতিবার , ৪ মে ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শার্শায় বৃষ্টির পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন

প্রতিবেদক
the editors
মে ৪, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বুধবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা প্রবল বর্ষণে তলিয়ে গেছে শত শত বিঘা জমিতে কেটে রাখা বোরো ধান। সেই সাথে তলিয়ে গেছে এখনো কাটতে না ধানের ক্ষেতও। এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় চাষীরা। ক্ষেতে কেটে রাখা পাকা ধানের সাথে কৃষকের স্বপ্ন যেন বৃষ্টির পানিতে ভাসছে।

স্থানীরা কৃষকরা জানান, ফলন ভালো হলেও শ্রমিক সংকটের কারণে ধান কেটে সময়মতো ঘরে তুলতে না পেরে বিপাকে পড়েছেন হাজারো কৃষক। এখন কেটে রাখা পাকা ধান বৃষ্টির পানিতে ভাসছে। ফলে ধান কাটা ও গুছিয়ে ঘরে তোলাসহ ধান শুকানো নিয়ে বেকায়দায় পড়েছেন তারা।

শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তরুণ কুমার বালা বলেন, ৫ ঘণ্টার প্রবল বর্ষণের কারণে অনেকে ধান ঘরে তুলতে পারেননি। তাদের ধানের কিছুটা ক্ষতি হতে পারে। যত দ্রুত সম্ভব মাঠ থেকে পানি অপসারণ করে ধান সংগ্রহ করে বাড়িতে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ইতোমধ্যে ৮০% শতাংশ বোরো ধান ঘরে উঠেছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!