শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্তসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহার ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত ও অবসানের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সিংহের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত কুমার সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গৌর দত্ত, জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, পৌল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অধ্যক্ষ শীবপদ গাইন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিম দাস সোনা, মিলন রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক থিউফিল গাজী, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীদাম দে, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উত্তম পাল, সদর যুব ঐক্য পরিষদের আহবায়ক অরবিন্দ কর্মকার, পৌর শাখার আহবায়ক বাধন ঘোষ প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!