the editors logo
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে জামায়াতের সমাবেশ

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৮, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সমাবেশ করেছে জামায়াত।

সোমবার বিকেলে শ্যামনগর মাইক্রোস্ট্যান্ডে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এই সমাবেশ করে জামায়াত।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের কার্যকরী পরিষদের সদস্য গাজী নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন জেলা ইউনিট সদস্য অধ্যাপক আব্দুল জলিল, নায়েবে আমীর মাওলানা গোলাম বারী, মাওলানা মইনুদ্দীন মাহমুদ ও অধ্যাপক ফজলুল হক, উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাওলানা আমিনুর রহমান ও মাস্টার রেজাউল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আ. মজিদ।

আরও বক্তব্য দেন অফিস সম্পাদক মাওলানা মহসিন আলম, যুব বিভাগের সভাপতি সাঈদী হাসান বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র শিবির পূর্ব শাখার সভাপতি রাশিদুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ, শ্রমিক বিভাগের সভাপতি মাস্টার আব্দুর রশিদ প্রমুখ।

সমাবেশে সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীরা শহীদী সংগীত পরিবেশন করেন।

সভা শেষে পল্টন ট্র্যাজেডি দিবসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!