কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ (৬০) পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৫টায় মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের নিজে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার মৃত্যুর সংবাদ পাওয়ার পর
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ এর মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে সমবেদনা জানান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড় সিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দেসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, স্কুলের প্রাক্তন ও শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ।
প্রসঙ্গত, গত আগস্ট মাসে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন জয়দেব কুমার ঘোষ।