এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুরে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনা করেছে বেসরকারি সংস্থা লিডার্স। ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় পরিচালিত দিনব্যাপী ফ্রি এই চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে সেবা পেয়েছে শতাধিক সুবিধাবঞ্চিত প্রান্তিক নারী।
শনিবার (৫ অক্টোবর) জলবায়ু ঝুঁকিপূর্ণ পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পের উদ্বােধন করেন ১১নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন কুমার মণ্ডল। সভাপতিত্ব করেন এভারগ্রীন যুব সংঘের সভাপতি রনজিত কুমার রপ্তান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষ কুমার রায়।
ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ফ্রেন্ডশিপ হাসপাতালের আরএমও ডা. রীমা আক্তার ও লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন। আরো উপস্থিত ছিলেন লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার।
ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।