শনিবার , ৬ মে ২০২৩ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রবীন্দ্রনাথের গান বাংলার প্রাণের বাণী বহন করছে: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য

প্রতিবেদক
the editors
মে ৬, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৪১তম বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনের সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেছেন, রবীন্দ্রনাথের গান বাংলার প্রাণের বাণী বহন করছে। রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ববঙ্গের নৈসর্গিক প্রকৃতি ও সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন এবং এখানকার মানুষের জীবনাচারের যে সাবলীলতা, সরলতা তা তাকে আকৃষ্ট করেছিল।

তিনি বলেন, কবিগুরু চিত্র এবং সংগীতকে আলাদা করে দেখেছেন, তিনি তার সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে লিখেছেন, চিত্র ও সংগীত সাহিত্যের প্রধান অঙ্গ, চিত্র ভাবকে আকার দেয় আর সঙ্গীত ভাবকে গতিদান করে, চিত্র হচ্ছে দেহ আর সঙ্গীত হচ্ছে প্রাণ। রবীন্দ্রনাথ মনে করতেন ভাব ব্যক্ত করাই সংগীতের মূল উদ্দেশ্য। তা তিনি সংগীত ও ভাব প্রবন্ধে পরিষ্কার করেছেন।

শুক্রবার (০৫ মে) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘নদীতীরের প্রেমের গান’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আপনারা একটু উপলব্ধি করুন, আজকে যে সংগীত রচনা হচ্ছে, তাতে যে কলা কৌশল, শব্দচয়ন, তা কতোটা আমাদের দেশীয় সংস্কৃতি বিকাশে সহায়তা ও মানবিকবোধ উন্নয়নে ভূমিকা রাখার যোগ্য! বিশ্বকবি পরিষ্কার করে বলেছেন সংগীত সুরের রাগ রাগিনী নহে–সংগীত ভাবের রাগ রাগিনী।

উপাচার্য বিশ্বকবির সমকালীনতা, আধুনিকতা এবং আন্তর্জাতিকতার কথা উল্লেখ করে বলেন, যখন আমি রবীন্দ্রনাথের গান শুনি তখন মনে হয় তিনি যেন আজকেই এটি রচনা করেছেন। রবি উপাচার্য বলেন, ১৮৯১ সালের ৪ জুলাই শনিবার কবিগুরু শাহজাদপুর থেকে লিখেছেন, বাস্তবিক আমাদের দেশের করুণ রাগিনী ছাড়া সমস্ত মানুষের পক্ষে, চিরকালের মানুষের পক্ষে আর কোন গান সম্ভবে না অর্থাৎ তিনি বলেছেন যা আমাদের চিরন্তন গান তা করুণ রাগের। এক একটি গান, তাতে ব্যবহৃত যে রাগ রাগিণী, তার একটি বিশেষত্ব আছে, এবং ব্যবহারের বিশেষ উদ্দেশ্য রয়েছে।

বিশ্বকবি কোলকাতার সঙ্গে পূর্ববঙ্গের নিসর্গের তুলনা করে বলেছেন, দিগন্তের এমন বিস্তার কেবল পূর্ববঙ্গেই উপভোগ করা সম্ভব, এখানে কোন প্রতিবন্ধকতা আকাশ পৃথিবীকে দেখতে দৃষ্টিসীমাকে প্রতিহত করে না।

অধিবেশনে ‘নদীতীরের প্রেমের গান’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, দেশবরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এসময় কিংবদন্তী সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক আজিজুর রহমান তুহিনসহ অন্যান্য অতিথি ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জের এ আলী ক্লিনিক সীলগালা করলো প্রশাসন, যমুনা ক্লিনিকের জরিমানা

দুর্যোগ কবলিত জনপদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি রুহিন হোসেন প্রিন্সের

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি

কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানীর স্বামী আর নেই

মেসি-সুয়ারেজের গোলে হার এড়াল ইন্টার মায়ামি

সংসদীয় সরকার ছাড়া সংস্কার স্থায়ী হয় না: তারেক রহমান

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি সেঁজুতি

পাইকগাছার নতুন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়ের দায়িত্ব গ্রহণ

১০ ডিসেম্বরের মতো ২৮ অক্টোবরও বিএনপির একই পরিণতি হবে : কাদের

ব্যর্থতায় শেষ নাকি আবারও ফিরবেন ধোনি