বিলাল হোসেন: শ্যামনগরে প্রাইভেটকারের ধাক্কায় কৌশ্যল্লা রাণী মন্ডল (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের নিজ বাড়ির পাশেই এই দুর্ঘটনা ঘটে।
নিহত কৌশ্যল্লা রাণী মন্ডল মুন্সীগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামের খোকন চন্দ্র মন্ডলের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য হরিদাস মন্ডল জানান, কৌশ্যল্লা রাণী মন্ডল রাস্তার বাম পাশ দিয়ে হেটে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। এ সময় মুন্সীগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার সরাসরি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম (বাদল) বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঈশ্বরীপুর থেকে ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে গেছে।