স্পোর্টস ডেস্ক | ভারত সফরের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাদের শুরুটা হলো লজ্জাজনকভাবেই।
নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান করেছে শান্তবাহিনী।
মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কারণ হিসেবে তখন তিনি বলেছিলেন, চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। বাংলাদেশের জন্য সেটি হয়ে গেল প্রথম ঘণ্টাতেই।
শুরুটা হয় সাদমান ইসলামকে দিয়ে। ইনিংসের স্রেফ দ্বিতীয় ওভারেই ‘অপ্রয়োজনীয়’ এক শট খেলেন তিনি। ওয়াইন মুল্ডারের অফ স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথের বল তাড়া করে খেলতে যান। ৪ বলে শূন্য রান করা সাদমানের সেই শটের পরিণতি ছিল দ্বিতীয় স্লিপের ক্যাচ।
মুমিনুল হকের ছয় বলের ইনিংস ছিল বেশ ঘটনাবহুল। মুখোমুখি হওয়া তৃতীয় বলে তাকে এলবিডব্লিউয়ের জন্য জোরালো আবেদন করে দক্ষিণ আফ্রিকা। আম্পায়ার তাতে সাড়া দেননি। পরে রিভিউ নিলেও হক আই দেখা যায়নি ইন্টারনেট ডাউন থাকায়। পরের বলেই চার হাঁকান তিনি।
কিন্তু এক বল পরই আউট হয়ে যান মুমিনুল। মুল্ডারের দুর্দান্ত এক বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। অধিনায়ক শান্তও হাল ধরতে পারেননি দলের। মুল্ডারেই বিধ্বস্ত হয় বাংলাদেশ। তার বলে ফ্লিক করতে গিয়ে ৭ বলে ৭ রান করে শান্ত ক্যাচ দেন শর্ট মিড অফে দাঁড়ানো মহারাজের হাতে।
অভিজ্ঞ মুশফিকুর রহিম থিতু হওয়ার বার্তা দিয়েও টিকে থাকতে পারেননি। ২০ বলে ১১ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়েছেন তিনি। মুশফিককে ফিরিয়েই টেস্ট ক্যারিয়ারের তিনশ উইকেট পূর্ণ হয় রাবাদার। সবচেয়ে কম বল করে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
৪ উইকেট হারিয়ে ফেলাই মধ্যাহ্নভোজের আগে যথেষ্ট ছিল। কিন্তু বাকি এক ঘণ্টায় আরও দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১৩ বলে ১ রান করে রাবাদার বলে আউট হন লিটন দাস। গালিতে দাঁড়িয়ে রীতিমতো উড়ে তার ক্যাচটি নেন স্টাবস।
২৭তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। ২৪ বলে ১৩ রান করে তিনি এলবিডব্লিউ হতেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।
বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হলে বাংলাদেশের লোয়ার মিডল ও মিডল অর্ডারও ধসে পড়ে। মাটি কামড়ে পড়ে থাকা মাহমুদুল হাসান জয়ের প্রতিরোধ শেষ হয় ৩০তম ওভারে। ৯৭ বলে ৩০ রান করা এই ওপেনার ফিরেছেন বোল্ড হয়ে। পরের ওভারে মহারাজের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন অভিষিক্ত জাকের আলী। নিজের প্রথম টেস্টে ১৫ বলে ২ রান করেছেন তিনি। শেষদিকে ৩১ বলে ১৬ রান করে দলের সংগ্রহ ১০০ পার করান তাইজুল ইসলাম।
বল হাতে ৩টি করে উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার রাবাদা, মুল্ডার ও মহারাজ।