সোমবার , ২০ ফেব্রুয়ারি ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ২:৩৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে বিজিবির অভিযানে আটক বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় জেলার ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে ২০২১ সালের ০১ জুন থেকে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জব্দকৃত ১১ হাজার ৭৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫ হাজার ৭৮১ বোতল মদ, ২৪৩ কেজি গাঁজা, ২৪.৩১ গ্রাম হিরোইন, ১৭ হাজার ৭৮৬ পিস ইয়াবা, ৩৫ হাজার ৪৬৫ পিস আনাগ্রা ট্যাবলেট, ১৪৮ পিস ভায়াগ্রা , ৪৭ হাজার ৪৩২ পিস সেনেগ্রা, ৩ লাখ ৮৭ হাজার প্যাকেট পাতার বিড়ি, ৩২৫ কেজি তামাক পাতা ও ৩০৫ কেজি তামাক পাতার গুড়া বুলডোজার দিয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ।

এসময় বিজিবির সাতক্ষীলা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে.ক.মো. আশরাফুল হক, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তাজুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!