বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মানববন্ধন

প্রতিবেদক
the editors
অক্টোবর ২৩, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ৩২ বছরের বৈষম্য অবসানকল্পে অনার্স-মাস্টার্স শিক্ষকদের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং রাজধানীর শিক্ষা ভবনের সামনে শিক্ষকদের উপর পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছে তারা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের খুলনারোড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মুকুল, শিক্ষক গৌতম কুমার মজুমদার, তোফায়েল হোসেন, মোস্তফা কামাল, উত্তম কুমার, আমিমুল এহসান, পরিমল মন্ডল, আবু সাঈদ, নাজমুল ইসলাম, মোফাচ্ছিরুজ্জামান, বাহাউদ্দীন, কামরুল ইসলাম, তরুন সরকার, ডালিয়া, মাগফুরা, ডাঃ একরামুল, মাছুমা জুতিকা, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, পবিত্র কুমার মন্ডল, শিমুল হোসেন, ইমরুল হোসেন প্রমুখ।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি এমপিওভুক্ত কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন-এমপিও শিক্ষক। ১৯৯২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক রোষানলে পড়ে গত ৩২ বছর ধরে আমাদের ৪৯৫টি বেসরকারি এমপিওভুক্ত কলেজে প্রায় ৩৫০০ জন নন-এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষককে কোন বেতন-ভাতা না দিয়ে চরম বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। এর ফলে উচ্চ দ্রব্যমূল্যের বাজারে দীর্ঘদিন ধরে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছি।

তারা আরো বলেন, ১৯৯৩ সালে বিজিবি কলেজ, ঘাটাইল, টাঙ্গাইলের অনার্স-মাস্টার্স কোর্সের ০৮জন শিক্ষককে বিশেষ প্রজ্ঞাপনে এমপিওভুক্ত করা হয়েছিল। অন্যদিকে ফাজিল ও কামিল (মাস্টার্স সমমান) শ্রেণির শিক্ষকগণও জনবলকাঠামোভুক্ত হয়ে এমপিওভুক্ত হয়েছেন। অথচ বেসরকারি কলেজসমূহে অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকগণ এনটিআরসিএ সনদধারী হয়েও জনবল ও এমপিওনীতিমালায় অন্তর্ভুক্ত না থাকায় এমপিওভুক্ত হতে পারছেন না, যা চরম বৈষম্য ও সংবিধানের মৌলিক অধিকার পরিপন্থী।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!