কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় অতিদরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সময়মতো সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের দাবিতে গণশুনানি ও পিটিশান জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আক্টোবর) উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তার হলরুমে ইউরোপিয়ান ইউনিয়ন ও হেলভেটাসের অর্থায়নে ডরপ ইভলভ্ প্রকল্পের আওতায় উপজেলা সুশীল সমাজ নেটওয়ার্কের আয়োজনে এই শুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে ও ডরপ ইভল প্রজেক্টর ফিল্ড ফ্যাসালিটেট মোঃ হারুনার রশিদের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যপক আ ব ম আব্দুল মালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা অনুতব সরকার, মাহমুদুল হাসান, ফারুখ হোসেন, আল মাহফুজ, আল আমিন ফরহাদ, জিয়াউর রহমান, স্বপ্ন রানী মন্ডল প্রমুখ।
এসময় কৃষকরা যেন সময়মতো সার ও বীজ পায় তা নিশ্চিতকরণে আলোচনা করা হয়।