সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে বাঘের নখসহ মোঃ শরিফ উদ্দিন (শরিফ ডাক্তার) (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকাল ৩টার দিকে উপজেলার নীলডুমুর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শরিফ উদ্দিন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকার মোকাদ্দেস মোল্লার ছেলে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার মো. হাবিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর খেয়াঘাট এলাকার মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে শরিফ উদ্দিনকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার কাছ থেকে দুটি বাঘের নখ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি ও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, শরীফ ডাক্তার দীর্ঘ দিন ধরে নীলডুমুরে ফার্মেসির আড়ালে বন অপরাধমূলক কাজ করে আসছে। সে সুন্দরবনের অভায়রণ্য এলাকায় নিজের নামে নৌকা পাঠিয়ে বনবিভাগের হাতে একাধিকবার আটক হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে একা়ধিক মামলাও রয়েছে।