বুধবার , ১৪ জুন ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কলারোয়ায় ঘরের দরজা আটকে পেট্রোল ঢেলে আগুন: শ্যালকের পর মারা গেল তার স্ত্রীও

প্রতিবেদক
the editors
জুন ১৪, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়ায় বোন জামাইয়ের দেওয়া আগুনে দগ্ধ হয়ে শ্যালক আব্দুল কাদেরের মৃত্যুর পর এবার মৃত্যুর কোলে ঢলে পড়লো তার স্ত্রী শারমিন খাতুন (২৫)।

বুধবার (১৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গত ১ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শারমিন খাতুনের স্বামী আব্দুল কাদের।

আব্দুল কাদের কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আহাদ আলীর ছেলে।

জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে গত ২৮ মে ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার চন্দনপুর গ্রামে ছোটবোনের স্বামী সবুজ হোসেন ঘরের দরজা বাইরে থেকে আটকে পেট্রোল ঢলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা সবুজ হোসেনের শ্যালক আব্দুল কাদের (৩০), কাদেরের স্ত্রী শারমিন খাতুন (২৫) ও তাদের শিশু কন্যা ফাতেমা (৭) মারাত্মকভাবে দগ্ধ হয়।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন জানান, আব্দুল কাদেরের মতোই পরিণতি হলো শারমিন খাতুনের। কাদের, তার স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কাদের ও তার স্ত্রী মারা গেলেন। এখন তাদের একমাত্র শিশু কন্যা ফাতেমা সেখানে চিকিৎসাধীন আছেন। শুনেছি, তার অবস্থাও গুরুতর।

এই জঘন্য অপরাধকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

আব্দুল কাদেরের বোন ও পেট্রোল নিক্ষেপকারী সবুজ হোসেনের স্ত্রী সুফিয়া খাতুন জানান, তার স্বামী সবুজ তাকে প্রায়ই নির্যাতন করতো। এজন্য তিনি স্বামীর ঘর করতে চাইতেন না। কিন্তু সবুজ তাকে নিয়ে যাওয়ার জন্য চাপ দিত। এসব নিয়ে ভাই কাদের ও স্বামী সবুজের মধ্যে ঝামেলা চলছিলো।

তিনি আরও জানান, তার স্বামী যশোরের শার্শা উপজেলার নারায়নপুর পোড়াবাড়ি এলাকার সবুজ হোসেন ২৮ মে গভীর রাতে আব্দুল কাদেরের টিনশেডের ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে জানালা দিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ওই ৩ ব্যক্তির উপর পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মারাত্মকভাবে ঝলসে যায় তার ভাই, ভাবী ও ভাইঝি। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়। সেখানেই পহেলা জুন মারা যান আব্দুল কাদের। আর আজ মারা গেলেন ভাবী শারমিন খাতুনও।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আব্দুল কাদেরের বোন সুফিয়া খাতুন বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সবুজের সহযোগী সোহাগ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!