কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের লোকমান সরদারের বাড়ি হতে হামিদ সানার বাড়ি অভিমুখে রাস্তার পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। ফলে বিপাকে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টিতেই পানিবন্দি হয়ে পড়ছে মানুষ।
এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নাকসা গ্রামবাসী সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করলেও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ফসলি জমিসহ শাক সবজি চাষাবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ফসল উৎপাদন বিঘ্ন হওয়ায় মানবেতর জীবনযাপন করছে তারা।
নাকশা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ হারুন অর রশিদ বলেন, গ্রামের প্রধান সড়কের দুই পাশের সরকারি জমিতে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে তাতে কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রেখেছেন। এ কারণে পানি নিষ্কাশনের প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিশেষ করে লোকমান সরদারের বাড়ি হতে হামিদ সানার বাড়ির পর্যন্ত প্রধান সড়কের পাশে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে নামমাত্র বৃষ্টি হলেই নাকসা গ্রামের অধিকাংশ ঘরবাড়ি বৃষ্টির পানিতে ডুবে থাকে।
স্থানীয় নাজমা খাতুন বলেন, গ্রামের মানুষ জলাবদ্ধতার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছে। নাকসা গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি আলিয়া মাদ্রাসা, আটটি জামে মসজিদ এবং দুইটি হেফজখানা রয়েছে। সেখানে শত শত শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। বৃষ্টির পানিতে ডুবে থাকা বাড়িসমূহের শিক্ষার্থীরা প্রধান সড়কে এসে বিদ্যালয় যাতায়াত করতে পারে না।
সরজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে পানি নিষ্কাশনের পথ না থাকায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।