সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ১৯ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে ২০০৫ সালে উপজেলা বিএনপির উদ্যোগে শ্যামনগরে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছিল।
উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আশেক-ই এলাহী মুন্না, যুবদলের সাবেক সভাপতি আজিবর রহমান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শেখ নাজমুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সরকারি মহসীন কলেজের আহবায়ক আরিফুজ্জামান উজ্জল, সদস্য সচিব আল মামুন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ঢালী, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কাশিমাড়ী ইউনিয়ন আজিজুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক ডিএম মফিজ, কৃষকদলের সদস্য সচিব নুর ইলাহী লিটনসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার সম্প্রসারিত অংশ ৩১ দফা সফল করতে উদ্যোগী হওয়ার আহবান জানান।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।