শুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় পেশাজীবীদের প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৫, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরায় জামায়াতের পেশাজীবী বিভাগের উদ্যোগে শুক্রবার মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা পেশাজীবী বিভাগের সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইনস্টিটিশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শেখ আল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে উপদেষ্টা নুরুল হুদা, উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, প্রফেসর ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, গাজী সুজায়েত আলী, মাওলানা শাহাদাত হোসেন, অ্যাড. আজিজুল ইসলাম, মাওলানা উসমান গণি, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ আল আমিন বলেন, একটি রাষ্ট্র পরিচালনার জন্য দক্ষ লোকের দরকার। রাষ্ট্রের সফলতা শুধু অভিজ্ঞতা হলে চলে না দক্ষ হওয়ার প্রয়োজন। আমাদের সংগঠনের লক্ষ্য হলো দক্ষ জনশক্তি তৈরি করা।

বিকাল ৩টায় একই স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!