রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

উপকূলীয় নারীদের অভিযোজিত ও টেকসই সবজি চাষে কর্মশালা

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৭, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

বিলাল হোসেন: শ্যামনগরে উপকূলীয় নারীদের অভিযোজিত ও টেকসই সবজি চাষে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

বেসরকারি সংস্থা লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB) যৌথভাবে কর্মশালাটি আয়োজন করে।

রোববার (১৭ নভেম্বর) লিডার্স এর প্রধান কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্সের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মন। আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রশাসনিক কর্মকর্তা মো: শওকৎ হোসেন, টিম লিডার অসিত মণ্ডল এবং ভারপ্রাপ্ত টিম লিডার রেখা খাতুন।

কর্মশালায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি ও জীবিকায়নের সংকট দিন দিন বেড়েই চলেছে। উপকূলীয় অঞ্চলে নারীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও টেকসই কৃষি উদ্যোগ গড়ে তুলতে বীজ উৎপাদন এবং সংরক্ষণের বিষয়ে দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

এ উদ্যোগ উপকূলীয় নারীদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি প্রশমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!