রবিবার , ১ ডিসেম্বর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে বাজার তদারকিতে প্রশাসন, অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১, ২০২৪ ৫:২৮ অপরাহ্ণ

বিলাল হোসেন: বাজারের মূল্য যাচাই, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ও সরকারি জায়গা দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন।

রোববার (১ ডিসেম্বর) শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এই অভিযান চালান।

এসময় তিনি দোকানীদের মূল্য তালিকা প্রদর্শনের নিদের্শ দেন। একই সাথে মঙ্গলবার সকাল থেকে আদি যমুনা পরিষ্কার কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বাজারের অবৈধ দখলদারদের দ্রুত নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার নিদের্শ দেন।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা কৃষি কর্মকর্তা নজমুল হুদা, ভেটেনারি সার্জেন ডা. সুব্রত কুমার, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম দুলু, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ আব্দুল্লাহ সাইফী, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাল প্রমুখ।

 

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!