সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বেনাপোল বন্দরে শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় লাঠি ও ধারালো অস্ত্রের কোপে শ্রমিক নেতা রাজু আহম্মেদ ও অপর গ্রুপের শ্রমিক নেতা বেল্টু সরদারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ঘটে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ বন্দর ও সড়কে টহলরত অবস্থায় আছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দু’গ্রুপের ৫জন আহত হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!