সুলতান শাহাজান, শ্যামনগর: ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার ( ১ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামনগর প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নকিপুর বাজারসহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে শ্যামনগর বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু ও আশেক এলাহী মুন্না, উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।