ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ স্লোগানকে সামনে রেখে মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এবং জয় মহিলা সংস্থা ও রসূলপুর মহিলা সংস্থার যৌথ সহযোগিতায় কাটিয়াস্থ জয় মহিলা সংস্থার কার্যালয়ে এই বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয় মহিলা সংস্থার সভানেত্রী খুরশিদ জাহান শিলার সভাপতিত্বে উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তর সাতক্ষীরার অফিস সহকারী সুলতানা রাজিয়া, রসূলপুর মহিলা সংস্থার সভানেত্রী লিলি খাতুন, রাবেয়া খাতুন, আম্বিয়া, নীলুফা ইয়াসমিন, সুবর্ণা, সেফালী প্রমুখ।